অসমাপ্ত
যে গল্পের শেষ হলো না লিখে আসা,
স্বপ্নে সেই শেষটুকু
মূর্ত হয়ে ধরা দেয় প্রতি রাতে।
তবু দিনের আলোয় নেই তাকে প্রকাশের ভাষা।
যে কবিতা অসমাপ্ত রয়ে গেল,
যন্ত্রনা তার জেগে থাকে
রাতজাগা তারাদের সাথে।
হাসি দিয়ে ঢাকা থাকে অশ্রুর পাহাড়
অলক্ষ্যে সবার।
যে গান হলো না গাওয়া,
সুর তার অবিরাম
ঢেউ তোলে প্রাণের বীণায়।
ভেসে যায় দুঃখ সুখ সুরের ধারায়।
তবু সেই সুর
কণ্ঠে দিল না ধরা,
রয়ে গেল অধরা সুদূর।
না বলা কথার ব্যথা যত,
না পাওয়ার যত জ্বালা,
সব নিয়ে জীবনের অনন্ত এ পথ চলা।
jader pora kopal tara ei lekha porte pare na, sobar fate to soman hoi na
ReplyDelete